বিবৃতি
খুশিদত্ত চাকমাকে আহ্বায়ক ও শর্মিতা চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির’র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১ম আহ্বায়ক কমিটি সম্পন্ন।
#২৭-০২-২০২৫ইং
“সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি”র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ৫ সদস্য বিশিষ্ট ১ম আহ্বায়ক কমিটি আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ সম্পন্ন হয়েছে।
কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য খুশিদত্ত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচকবৃন্দ বলেন, সমাজের মূল স্তম্ভ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক রীতি-নীতি, শৃঙ্খলা থেকে বিচ্যুত হলে সে জাতি, সমাজের পক্ষে উন্নতির শিখরে যাওয়া অসম্ভব। তাই একজন শিক্ষার্থীকে আত্মকেন্দ্রিক ও পড়াশুনায় সীমাবদ্ধ থাকলে হবে না। তাকে সমাজের, জাতির ও দেশের উন্নয়নের কথা ভাবতে হবে। প্রকৃত শিক্ষা অর্জন ও মনুষ্যত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। পার্বত্য চট্টগ্রামের সমাজ ব্যবস্থা অনেকটা নাজুক ও অস্থিতিশীল, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে দোল খাচ্ছে। এখনো বহু মানুষ পশ্চাৎপদ ও অনগ্রসর অবস্থায় রয়েছে। বহু মেধাবী শিক্ষার্থী পড়াশুনা থেকে অকালে ঝড়ে পড়ছে অর্থ, সঠিক গাইড লাইনের অভাব ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কারণে। এ বিষয়গুলো নিয়ে তরুণ ছাত্র-যুবকদেরকেই সোচ্চার হতে হবে।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এখনই ঠিক করতে হবে তারা সমাজের কোন স্তরে পৌঁছাতে চায়, কি করতে চায়। সে অনুযায়ী সঠিক কর্ম ও সংগঠন বেছে নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে।
বক্তারা আরো বলেন, সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে তা অত্যন্ত আশা ব্যঞ্জক। তারা ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তরুণ শিক্ষার্থীদের মাঝে বিকল্প হিসেবে আবির্ভুত হয়েছে। এ পথ চলা চলমান থাকুক। সমাজে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আসুক।
আলোচনা সভা শেষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুশিদত্ত চাকমাকে আহ্বায়ক ও শর্মিতা চাকমা"কে সদস্য সচিব নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১ম আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আহ্বায়ক রনেল চাকমা,সদস্য সচিব অজেল ত্রিপুরা।
বার্তা প্রেরক
মিশন চাকমা
সদস্য
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
No comments:
Post a Comment