Friday, February 21, 2025

বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি

 "বাংলাদেশে বসবাসরত বাঙ্গালি ভিন্ন অন্য জাতিসত্তাসমূহের ভাষার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত কর!

এক ভাষার রাষ্ট্র নয়, বহু ভাষার রাষ্ট্র চাই!
এই স্লোগানকে সামনে রেখে আজ মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা তুলতুল চাকমা, কেন্দ্রীয় আহ্বায়ক রনেল চাকমা কোলো, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক বসন্ত চাকমা, ঢাকা মহানগর শাখার সভাপতি সুইন্টন চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুফল চাকমা সহ বাদবাকি নেতৃবৃন্দ।
আমরা জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে বসবাসরত বাঙালি ভিন্ন অন্য জাতিসত্তাসমূহের মূলধারার শিক্ষার পাশাপাশি নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাদান, রেংমিটচা ভাষাসহ বিপন্ন ভাষাসমূহ সরকারি উদ্যোগে সংরক্ষণের দাবি জানাই।

বার্তা প্রেরক,
বসন্ত চাকমা
কেন্দ্রীয় দপ্তর, ঢাকা
জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি
তারিখ :২১-০২-২০২৪






No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News