Friday, November 8, 2024

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, ঢাকা শাখার ১ম কাউন্সিল সম্পন্ন

ঢাকা শাখায় নির্বাচিত সদস্যবৃন্দ

''সমাজ বিনির্মাণে তারুণ্যের অঙ্গীকার, দূর হোক বৈষম্য অন্যায়-অবিচার'' শ্লোগানকে সামনে রেখে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, ঢাকা শাখার ১ম কাউন্সিলে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ নভেম্বর ২০২৪ ঢাকার বোটানিক্যাল গার্ডেনে

কাউন্সিল প্রস্ততি কমিটির আহ্বায়ক সুইন্টন চাকমার সভাপতিত্বে সদস্য সচিব রেকসন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্ততি কমিটির সদস্য ত্রিদীপ্ত চাকমা।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উপদেষ্টা তুল তুল চাকমা, কেন্দ্রীয় আহ্বায়ক রনেল চাকমা।

আলোচকগণ বলেন, শুধুমাত্র রক্তদান কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, বরং পুরো পার্বত্য চট্টগ্রামে সামাজিক, মানবিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজে ভূমিকা পালন করতে হবে। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জুমিয়া পরিবার সুশিক্ষা পাবে,জ্ঞান -বিজ্ঞান চর্চায় আগ্রহী হবে,সাহিত্য রচনা করবে এবং পাশাপাশি পরিবেশ রক্ষার্থে কাজ করবে। পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু, গণতান্ত্রিক পরিবেশ সামাজিক সংহতি বজায় রাখতে হলে বিভিন্ন স্কুল-কলেজে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

এছাড়াও সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি গঠনের পটভূমি, লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যাবলি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

কাউন্সিলের শেষ অধিবেশনে সুইন্টন চাকমাকে সভাপতি, রেকসন চাকমাকে সাধারণ সম্পাদক বসন্ত চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্টি কমিটি ঘোষণা করেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির কেন্দ্রীয় আহ্বায়ক রনেল চাকমা। উপস্থিত প্রতিনিধিগণ হাত উঁচিয়ে নির্বাচিত কমিটিকে সমর্থন জানান।

বার্তা প্রেরক

নোবেল চাকমা
দপ্তর সম্পাদক
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি
ঢাকা শাখা।

No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News