"আমরা স্বপ্ন দেখি, পাহাড়ের পরবর্তী প্রজন্ম পাহাড়ের বুনোফুলের ঘ্রাণ নেবে। পাখির ভাষা বুঝবে। ঝরণার ছবি আঁকবে। চেঙ্গী, মাইনী, কাচালঙ, বড়গাঙ, সাঙ্গু, মাতামুহুরি নদীর অববাহিকার প্রত্যেক জুমিয়া পরিবারে সু-শিক্ষার আলো পৌঁছাবে। পাহাড়ের প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি প্রাণের সাথে হাতে হাত রেখে পাহাড়কে বাঁচাবে।"
 |
| মাইনী স্কুল এন্ড কলেজে, দিঘীনালায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় |
পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ কর্মসূচীতে CHT Jummo Blood Donors' Society পরিবারের কিছু স্মরণীয় মুহুর্ত। |
| শিক্ষা সামগ্রীসহ দুই জন শিক্ষার্থী |
 |
| বন্যার পানি অতিক্রম করে ত্রাণ দিতে যাওয়ার প্রাক্ষালে একজন স্বেচ্ছাসেবী |
 |
| বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ |
 |
| জনগণের কাছ থেকে ত্রাণের অর্থ উত্তোলন করছে স্বেচ্ছাসেবীরা। স্থান: বনরুপা বাজার, রাঙ্গামাটি |
 |
| মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণ |
 |
| খাদ্য সামগ্রী নিয়ে গন্তব্যর পথে একজন স্বেচ্ছাসেবী। ছবিটি দিঘীনালায় |
No comments:
Post a Comment