Saturday, November 9, 2024

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বন্যায় ত্রাণ বিতরণের কিছু স্থিরচিত্র

 "আমরা স্বপ্ন দেখি, পাহাড়ের পরবর্তী প্রজন্ম পাহাড়ের বুনোফুলের ঘ্রাণ নেবে। পাখির ভাষা বুঝবে। ঝরণার ছবি আঁকবে। চেঙ্গী, মাইনী, কাচালঙ, বড়গাঙ, সাঙ্গু, মাতামুহুরি নদীর অববাহিকার প্রত্যেক জুমিয়া পরিবারে সু-শিক্ষার আলো পৌঁছাবে। পাহাড়ের প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি প্রাণের সাথে হাতে হাত রেখে পাহাড়কে বাঁচাবে।"

মাইনী স্কুল এন্ড কলেজে, দিঘীনালায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়

পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ কর্মসূচীতে CHT Jummo Blood Donors' Society পরিবারের কিছু স্মরণীয় মুহুর্ত।
শিক্ষা সামগ্রীসহ দুই জন শিক্ষার্থী



বন্যার পানি অতিক্রম করে ত্রাণ দিতে যাওয়ার প্রাক্ষালে একজন স্বেচ্ছাসেবী



বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ



জনগণের কাছ থেকে ত্রাণের অর্থ উত্তোলন করছে স্বেচ্ছাসেবীরা। স্থান: বনরুপা বাজার, রাঙ্গামাটি



মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণ




খাদ্য সামগ্রী নিয়ে গন্তব্যর পথে একজন স্বেচ্ছাসেবী। ছবিটি দিঘীনালায়

No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News