Wednesday, November 27, 2024

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি’র সম্মানিত উপদেষ্টা রিপন জ্যোতি চাকমা এবং তুলতুল চাকমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষেদাগার করার বিরুদ্ধে প্রতিবাদ

 বিশেষ বিবৃতি

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি’র সম্মানিত উপদেষ্টা রিপন জ্যোতি চাকমা এবং তুলতুল চাকমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষেদাগার করার বিরুদ্ধে প্রতিবাদ

“সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি” পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার শুরু থেকে এ সংগঠনটি পার্বত্য চট্টগ্রামে সামাজিক ও মানবিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে রক্তদান, বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় কর্মসূচি, শিক্ষাবান্ধব কার্যক্রম চলমান রয়েছে। তারই প্রেক্ষিতে, বিগত সেপ্টেম্বর মাসে সংঘটিত হওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০০ এর অধিক পরিবারকে ত্রাণ বিতরণ ও পুনর্বাসনমূলক কার্যক্রম; খাগড়াছড়ি ও রাংগামাটিতে সাম্প্রদায়িক হামলায় আহতদের জন্য চিকিৎসা  তহবিল উত্তোলনের মাধ্যমে এককালীন অর্থ সাহায্য প্রদান; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা ও চট্টগ্রামে আটকে পড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনে আশ্রয় প্রদান; ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় বসবাসরত জুম্ম শিক্ষার্থী ও অবিভাবকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। শিক্ষা, জরুরি চিকিৎসা সহায়তা ও রক্তের প্রয়োজনে এ সংগঠনের সদস্যবৃন্দ নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছে।




আজ ২৭ নভেম্বর ২০২৪, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জনৈক অসীম দেওয়ান (https://www.facebook.com/people/AshimDewan/pfbid02xrrer5HmAigk4EYTD7qU1TDF1ZtsTVqNiscE4U4yFEeEUU5HSPr41u77xSyC3t5Gl/?mibextid=ZbWKwL) নামের ফেইক আইডি থেকে “সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি”র সম্মানিত উপদেষ্টাদের জড়িয়ে হীন উদ্দেশ্য চরিতার্থ করার মানসে বিভ্রান্তিকর ও ব্যক্তি বিদ্বেষী স্ট্যাটাস দৃষ্টি গোচর হয়েছে। যা অত্যন্ত বিষ্ময়কর ও দুঃখজনক। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে স্বাধীন মত প্রকাশকারী, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সংগঠন বা ব্যক্তিবর্গের বিষয়ে “ট্যাগ লাগানো”র মাধ্যমে দমন করার স্বৈরতান্ত্রিক অপচেষ্টা চলমান রয়েছে। এ ধরণের হীন কার্যকারী ও নিম্ন মানসিকতার ব্যক্তিদের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের পরিপক্ষতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়! রাজনৈতিক বা ছাত্র সংগঠনের সাথে পূর্বে কোন কালে সম্পৃক্ত থাকলেই “সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখা যাবে না, বিভিন্ন অন্যায়, অত্যাচার বা দমন পীড়নের বিরুদ্ধে কথা বলা যাবে না, চোখ বন্ধ করে মুখে কুলুপ এটেঁ থাকতে হবে” এসব বিষয় যে সব কূপমন্ডক মনে করে তাদের জন্যে একরাশ সমবেদনা। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, তরুণ যুবক বা শিক্ষার্থীরা দেশ, জাতি ও সমাজের কথা চিন্তা না করে আত্মকেন্দ্রিক, দালালিপণা ও লেজুরবৃত্তিক কর্মে জড়িয়ে পড়লেই কি তবে উক্ত অসীম দেওয়ানের মতো পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়া, ট্যাগ লাগানোর খেলায় মত্ত ব্যক্তিদের স্বার্থ রক্ষা হবে?

“সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি” জনৈক অসীম দেওয়ানের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ ধরণের হীন ও অসৎ উদ্দেশ্যে স্ট্যাটাস না দেওয়ার আহ্বান জানাচ্ছে। ব্যক্তি বিশেষের বিষয়ে কূৎসা না রটিয়ে সবাই যার যার অবস্থান থেকে সমাজ, জাতি ও দেশের জন্য কাজ করুন।

বার্তা প্রেরক

বসন্ত চাকমা

সদস্য,

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটি।


No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News