Friday, February 28, 2025

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, মিরপুর শাখার ১ম কাউন্সিল সম্পন্ন।

 বিবৃতি

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, মিরপুর শাখার ১ম কাউন্সিল সম্পন্ন।
''তারুণ্যের দৃঢ় অঙ্গীকার, মানবিক সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ'' শ্লোগানকে সামনে রেখে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, মিরপুর শাখার ১ম কাউন্সিলে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ ২৮ ফেব্রয়ারী ২০২৫ ঢাকা চন্দ্রিমা উদ্যানে কাউন্সিল প্রস্ততি কমিটির আহ্বায়ক সংঘমিত্র চাকমা সভাপতিত্বে ও সদস্য সচিব রতনমুণি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য রুপান্তর চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির কেন্দ্রীয় আহ্বায়ক রনেল চাকমা। এছাড়া ও, ঢাকা মহানগর শাখা সভাপতি সুইনটন চাকমা বক্তব্য রাখেন।
নব নির্বাচিত সভাপতি সংঘমিত্র চাকমা,মিরপুর শাখা।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক রতনমুণি চাকমা মিরপুর শাখা ।

নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অপূর্ব চাকমা,মিরপুর শাখা।



কাউন্সিলে সিপিআই পলিটেকনিক ইনস্টিটিউট, আহসানউল্লাহ পলিটেকনিক ইন্সটিটিউট, বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচকগণ বলেন, পড়াশোনার পাশাপাশি সামাজিক, মানবিক কাজের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। রক্তদান কর্মসূচির পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সামাজিক, মানবিক নানা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজে ভূমিকা পালন করতে হবে। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জুমিয়া পরিবার সুশিক্ষা পাবে,জ্ঞান -বিজ্ঞান চর্চায় আগ্রহী হবে,সাহিত্য রচনা করবে এবং পাশাপাশি পরিবেশ রক্ষার্থে কাজ করবে। পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু, গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক সংহতি বজায় রাখতে হলে বিভিন্ন স্কুল-কলেজে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
এছাড়াও সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি গঠনের পটভূমি, লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যাবলি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
কাউন্সিলের শেষ অধিবেশনে সংঘমিত্র চাকমাকে সভাপতি, রতনমুণি চাকমাকে সাধারণ সম্পাদক ও অর্পূব চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্টি কমিটি ঘোষণা করেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির ঢাকা মহানগর শাখা সভাপতি সুইনটন চাকমা। উপস্থিত শিক্ষার্থী প্রতিনিধিগণ হাত উঁচিয়ে নির্বাচিত কমিটিকে সমর্থন জানান।
বার্তা প্রেরক
অর্জন চাকমা
দপ্তর সম্পাদক
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি
মিরপুর শাখা, ঢাকা।

No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News