Saturday, January 11, 2025

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

 বিবৃতি

তারিখ: ১১/০১/২০২৫

প্রিয় সুধী-শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র পক্ষ থেকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা নিবেন। আমি পুস্পিতা চাকমা, সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র একজন কেন্দ্রীয় সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শীতকালীন শীতবস্ত্র ত্রাণ কমিটির আহ্বায়ক।
২০২৪ সালের ২৫ ডিসেম্বর সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি তার প্রতিষ্ঠার সবেমাত্র একটি বছর পূরণ করেছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনটি গঠিত হয়েছে আমরা সেই লক্ষ্য পূরণের যাত্রায় কিছুটা হলেও পদচিহ্ন দিতে পেরেছি বলে মনে করি। জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি গত বছরে সংঘটিত হওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্ধার ও পুনর্বাসনমূলক ত্রাণ বিতরণ কর্মসূচি চালিয়েছে। পাহাড়ি অনেক জুমিয়া মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে অংশ নিতে সাহায্য করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় আটকে পড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়দান, বিনামূল্যে রক্তদানসহ বিভিন্ন কার্যক্রম জারি রেখেছিলো। এছাড়াও, বিভিন্ন চিকিৎসা কর্মসূচিও আমরা চালিয়েছি ৷ বছরের শেষান্তে ত্রাণ বিতরণ কর্মসূচি এবং আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মাধ্যমে আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে আরও নতুন উদ্যমে আমাদের কাজকে এগিয়ে নিতে নতুন বছরকে স্বাগত জানাই।
আমাদের বিশ্বাস পাহাড়ে জুম ফুল ফুটবেই। সুশিক্ষাতে প্রাণ ফিরে পাবে ঝর্ণাগুলো! আসুন, নতুন বছরে নতুন উদ্যমে আমরা এগোয়।
বন্ধুগণ, আমরা পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি গরীব জুমিয়াদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি আপনাদের সহযোগিতায়। ১০৫ পরিবারকে শীতবস্ত্র এবং দুইশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করতে পেরেছি। আপনাদের আর্থিক সহযোগিতায় সাজেক ইউপি, লক্ষীছড়ি উপজেলায় যারা আমাদের প্রিয় সংগঠনকে দেশ -বিদেশ থেকে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী সফল করার জন্য আর্থিক সহযোগিতা দিয়ে পাশে ছিলেন সবাইকে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। (ত্রাণ বিতরণের প্রাপ্ত তহবিলের হিসাবের ফর্দ বিবৃতির সাথে যুক্ত করা হয়েছে।)
আপনাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। ভালো থাকুন সবাই ।

স্বাক্ষরিত/-

পুস্পিতা চাকমা,
কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।



No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News