সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র শুভাকাঙ্ক্ষী মানবিক শিক্ষা অনুরাগী অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান স্যারের সাথে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করা হয়।
উপস্থিত ছিলেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রনেল চাকমা ঢাকা মহানগর শাখা সভাপতি সুইনটন চাকমা, সদস্য নিঝুম চাকমা, তুষি চাকমা,খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সদস্য সচিব পারশিত চাকমা।
No comments:
Post a Comment