Wednesday, February 5, 2025

অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ

 সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র শুভাকাঙ্ক্ষী মানবিক শিক্ষা অনুরাগী অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান স্যারের সাথে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করা হয়।

উপস্থিত ছিলেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রনেল চাকমা ঢাকা মহানগর শাখা সভাপতি সুইনটন চাকমা, সদস্য নিঝুম চাকমা, তুষি চাকমা,খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সদস্য সচিব পারশিত চাকমা।




No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News