Thursday, December 26, 2024

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র উদ্যোগে লক্ষীছড়ি উপজেলায় শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে

  বিশেষ বিবৃতি :-২৬/১২/২০২৪ইং

জুমের দুর্গম পাহাড়ের কুঁড়ে ঘরে- উঞ্চতা বিলাবো ভালবাসার চাদরে"

সুধী,
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র উদ্যোগে লক্ষীছড়ি উপজেলায় এলাকায় সহায়-সম্বলহীন জুম্ম শীতার্তদের মাঝে তান্ডবছড়া, সুমন্ত পাড়া, শুকনাছড়ি,বিনাছড়ি,চারটি গ্রামে বার্ষিক শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র কেন্দ্রীয় সদস্য প্রিয় চাকমা, ঢাকা মহানগর শাখা সাধারণ সম্পাদক রেকশন চাকমা নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির অন্যতম শুভাকাঙ্ক্ষী সিলেট জেলা অবসরপ্রাপ্ত অফিসার শিক্ষা অনুরাগী মানবিক দাতা নয়ন জ্যোতি চাকমা স্যার,কাউখালী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পুলক চাকমা স্যার।শুকনাছড়ি গ্রামের প্রধান কার্বারী,জন প্রতিনিধি মেম্বার রাজিব চাকমা ।সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির লক্ষীছড়ি উপজেলায় শীতকালীন শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে ।
হেমন্তের শেষান্তে ভোরের হালকা কুয়াশার পর্দা জানান দিচ্ছে শীত এসে পড়েছে। সাধারণ ডিসেম্বরের শুরু থেকে পাহাড়ের আনাচে কানাচে শীতের প্রকোপ মারাত্মক হয়ে ওঠে। অনেকের কাছে এই শীত উপভোগ্য। গরম জামা কাপড় পড়লেই আরামদায়ক অনুভূতির পরশ জাগে। কিন্তু, যাদের নাই!
বন্ধুগণ, আমরা পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি গরীব জুমিয়াদের জন্য কাজ করতে চলেছি আপনাদের সহযোগিতায়। তাদেরকে শীতের উৎপাত থেকে বাঁচানোর জন্যে অল্প পরিসরে হলেও আমরা শীত বস্ত্র বিতরণ করতে পেরেছি আপনাদের আর্থিক সহযোগিতায় লক্ষীছড়ি উপজেলায় তান্ডবছড়া, সুমন্ত পাড়া,শুকনাছড়ি,বিনাছড়ি এলাকায় চারটি গ্রামে ৪৩ পরিবারের কাছে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। সামগ্রী বিতরণ করেছি।
🌿তারিখ:-২৫ ডিসেম্বর ২০২৪ইং
🌿স্হান:- লক্ষীছড়ি উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
🍁সার্বিক যোগাযোগ দায়িত্বে :-
☘️রনেল চাকমা কোলো- কেন্দ্রীয় আহ্বায়ক সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।
যোগাযোগ নাম্বার:-01625984349
☘️অজেল ত্রিপুরা - কেন্দ্রীয় সদস্য সচিব সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।
যোগাযোগ নাম্বার:- 01568499192
শুভেচ্ছান্তে,
বসন্ত চাকমা
অপরাধ বিজ্ঞান বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয়।
কেন্দ্রীয় সদস্য
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি








No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News