প্রেস বিজ্ঞপ্তি
সিএইচটি জু্ম্ম ব্লাড ডোনার্স সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা মহানগর, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম মহানগর, বরিশাল জেলা , রাঙামাটি জেলা, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, চীন শাখা, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত এক ঝাঁক তরুণ উদীয়মান শিক্ষার্থীদের সমন্বয়ে এই মানবিক-সামাজিক সংগঠনটি আত্মপ্রকাশ করে, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে সামাজিক-মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে এই সংগঠনটি পার্বত্য চট্রগ্রামের অসহায়, দুস্থ, বিপদগ্রস্থ মানুষের আশার বাতিঘরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গত এক বছরের পথচলায় অনেক বন্ধু, শুভাকাঙ্খী -সুহৃদ এ সংগঠনে বুদ্ধিবৃত্তিক, মানসিক ও আর্থিক সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন। এজন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সামনের দিনগুলোতে আরো নবদ্যোমে সামাজিক-মানবিক কাজের মাধ্যমে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি পার্বত্য চট্টগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
বার্তা প্রেরক







No comments:
Post a Comment