Wednesday, December 25, 2024

সিএইচটি জু্ম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখরভাবে পালিত।

 প্রেস বিজ্ঞপ্তি

সিএইচটি জু্ম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখরভাবে পালিত।
সিএইচটি জু্ম্ম ব্লাড ডোনার্স সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা মহানগর, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম মহানগর, বরিশাল জেলা , রাঙামাটি জেলা, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, চীন শাখা, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত এক ঝাঁক তরুণ উদীয়মান শিক্ষার্থীদের সমন্বয়ে এই মানবিক-সামাজিক সংগঠনটি আত্মপ্রকাশ করে, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে সামাজিক-মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে এই সংগঠনটি পার্বত্য চট্রগ্রামের অসহায়, দুস্থ, বিপদগ্রস্থ মানুষের আশার বাতিঘরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গত এক বছরের পথচলায় অনেক বন্ধু, শুভাকাঙ্খী -সুহৃদ এ সংগঠনে বুদ্ধিবৃত্তিক, মানসিক ও আর্থিক সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন। এজন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সামনের দিনগুলোতে আরো নবদ্যোমে সামাজিক-মানবিক কাজের মাধ্যমে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি পার্বত্য চট্টগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
বার্তা প্রেরক
রুপিয়া চাকমা
সদস্য, কেন্দ্রীয় কমিটি
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।
তা:-২৫/১২/২০২৪ইং
নোয়াখালী জেলা শাখা ।

বরিশাল জেলা শাখা ।

রাঙামাটি জেলা শাখা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ঢাকা মহানগর শাখা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ( গোপালগঞ্জ)

চট্টগ্রাম মহানগর শাখা।


No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News