Thursday, September 11, 2025

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজনশীলতায় আগ্রহী, তারা আমাদের ম্যাগাজিনে লেখা পাঠিয়ে প্রতিভা তুলে ধরার সুযোগ পেতে পারেন। ম্যাগাজিনটি মূলত বিভিন্ন ধরনের সাহিত্য কাজকে স্থান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই যেখানে নবীন ও অভিজ্ঞ লেখকরা সমানভাবে নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন এবং পাঠকরা সমৃদ্ধ সাহিত্য উপভোগ করতে পারবেন।



আমাদের ম্যাগাজিনে বিভিন্ন ধরনের লেখা জমা দিতে পারবেন, যেমন গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, জীবনের অভিজ্ঞতা, বই রিভিউ, চলচ্চিত্র বিশ্লেষণ, এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাবিশ্বের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি। লেখার মাধ্যমে আমরা এমন বিষয়গুলো উপস্থাপন করতে চাই যা পাঠকদের মননশীলতা ও ভাবনার জগতে নতুন দ্বার উন্মোচন করবে। এছাড়াও, আমরা এমন লিখা খুঁজছি যা পাঠকদের অনুভূতিতে নাড়া দিতে পারে এবং তাদের নিজস্ব জীবনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই “গিরি শিখা” ম্যাগাজিনে লেখা প্রকাশের মাধ্যমে লেখকরা তাদের চিন্তাভাবনা ও অনুভূতি হাজারো পাঠকের মাঝে পৌঁছে দিতে পারবেন।

Saturday, March 29, 2025

“সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি”র উদ্যোগে গুইমারা উপজেলায় শিক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

 

বিবৃতি

“সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি”র উদ্যোগে গুইমারা উপজেলায় শিক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

“আজ যে শেখে, কাল সে নেতৃত্ব দেয়, শিক্ষাই তোমার জয়ের সোপান!”- এ্ই স্লোগানকে সামনে রেখে ২৫-২৭ মার্চ ২০২৫ পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার হ্যাপি বিদ্যানিকেতনে শিক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনটি পরিচালিত হয় পার্বত্য চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি”র উদ্যোগে।

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি পরিচালিত তিনদিন ব্যাপী শিক্ষা ক্যাম্পেইনের তৃতীয় দিনে (২৭-০৩-২০২৫) সমাপনী অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুভাষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হ্যাপি বিদ্যানিকেতন অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা জ্যোতি সারা স্থবির, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রুপান্তর চাকমা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মজুল ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুপায়ন চাকমা, বর্ষা চাকমা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্লিন্টন চাকমা, খাগড়াছড়ি মহিলা কলেজের শিক্ষার্থী সুরভী চাকমা, কেমিনা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন ।

Tuesday, March 25, 2025

পানছড়ি উপজেলায় সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে

পানছড়ি উপজেলায় সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।          

স্বপ্ন দেখো, শিখো, এগিয়ে চলো, শিক্ষাই তোমার সফলতার আলো ’’– এই স্লোগানকে ধারণ করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে  পানছড়ি উপজেলার  পুজগাং এলাকায় অবস্থিত চেঙ্গী সারিবালা কলেজে আজ ২৫ মার্চ ২০২৫ তারিখে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা সেমিনারে অংগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে ফটোসেশন

উক্ত শিক্ষা সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লহুর চাকমার (অমিক) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ও বিশেষ অতিথি হিসেবে চেঙ্গী সারিবালা কলেজের অধ্যক্ষ কিরণ চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বসন্ত চাকমা, অনিক চাকমা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  খুশি দত্ত চাকমা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য চাকমা উপস্থিত ছিলেন।

Friday, February 28, 2025

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, মিরপুর শাখার ১ম কাউন্সিল সম্পন্ন।

 বিবৃতি

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, মিরপুর শাখার ১ম কাউন্সিল সম্পন্ন।
''তারুণ্যের দৃঢ় অঙ্গীকার, মানবিক সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ'' শ্লোগানকে সামনে রেখে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, মিরপুর শাখার ১ম কাউন্সিলে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ ২৮ ফেব্রয়ারী ২০২৫ ঢাকা চন্দ্রিমা উদ্যানে কাউন্সিল প্রস্ততি কমিটির আহ্বায়ক সংঘমিত্র চাকমা সভাপতিত্বে ও সদস্য সচিব রতনমুণি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

Thursday, February 27, 2025

খুশিদত্ত চাকমাকে আহ্বায়ক ও শর্মিতা চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির’র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১ম আহ্বায়ক কমিটি সম্পন্ন

 বিবৃতি

খুশিদত্ত চাকমাকে আহ্বায়ক ও শর্মিতা চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির’র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১ম আহ্বায়ক কমিটি সম্পন্ন।
#২৭-০২-২০২৫ইং

“সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি”র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ৫ সদস্য বিশিষ্ট ১ম আহ্বায়ক কমিটি আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ সম্পন্ন হয়েছে।
কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য খুশিদত্ত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচকবৃন্দ বলেন, সমাজের মূল স্তম্ভ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক রীতি-নীতি, শৃঙ্খলা থেকে বিচ্যুত হলে সে জাতি, সমাজের পক্ষে উন্নতির শিখরে যাওয়া অসম্ভব। তাই একজন শিক্ষার্থীকে আত্মকেন্দ্রিক ও পড়াশুনায় সীমাবদ্ধ থাকলে হবে না। তাকে সমাজের, জাতির ও দেশের উন্নয়নের কথা ভাবতে হবে। প্রকৃত শিক্ষা অর্জন ও মনুষ্যত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। পার্বত্য চট্টগ্রামের সমাজ ব্যবস্থা অনেকটা নাজুক ও অস্থিতিশীল, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে দোল খাচ্ছে। এখনো বহু মানুষ পশ্চাৎপদ ও অনগ্রসর অবস্থায় রয়েছে। বহু মেধাবী শিক্ষার্থী পড়াশুনা থেকে অকালে ঝড়ে পড়ছে অর্থ, সঠিক গাইড লাইনের অভাব ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কারণে। এ বিষয়গুলো নিয়ে তরুণ ছাত্র-যুবকদেরকেই সোচ্চার হতে হবে।

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News