সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা”র জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজনশীলতায় আগ্রহী, তারা আমাদের ম্যাগাজিনে লেখা পাঠিয়ে প্রতিভা তুলে ধরার সুযোগ পেতে পারেন। ম্যাগাজিনটি মূলত বিভিন্ন ধরনের সাহিত্য কাজকে স্থান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই যেখানে নবীন ও অভিজ্ঞ লেখকরা সমানভাবে নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন এবং পাঠকরা সমৃদ্ধ সাহিত্য উপভোগ করতে পারবেন।
আমাদের ম্যাগাজিনে বিভিন্ন ধরনের লেখা জমা দিতে পারবেন, যেমন গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, জীবনের অভিজ্ঞতা, বই রিভিউ, চলচ্চিত্র বিশ্লেষণ, এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাবিশ্বের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি। লেখার মাধ্যমে আমরা এমন বিষয়গুলো উপস্থাপন করতে চাই যা পাঠকদের মননশীলতা ও ভাবনার জগতে নতুন দ্বার উন্মোচন করবে। এছাড়াও, আমরা এমন লিখা খুঁজছি যা পাঠকদের অনুভূতিতে নাড়া দিতে পারে এবং তাদের নিজস্ব জীবনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই “গিরি শিখা” ম্যাগাজিনে লেখা প্রকাশের মাধ্যমে লেখকরা তাদের চিন্তাভাবনা ও অনুভূতি হাজারো পাঠকের মাঝে পৌঁছে দিতে পারবেন।

