Monday, August 26, 2024

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণে মানবিক সহায়তাকারীগণকে ধন্যবাদ জ্ঞাপন ও ফান্ড সংগ্রহ কার্যক্রম পরিসমাপ্তির ঘোষণা

 প্রেস নোটিশ

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণে মানবিক সহায়তাকারীগণকে ধন্যবাদ জ্ঞাপন ও ফান্ড সংগ্রহ কার্যক্রম পরিসমাপ্তির ঘোষণা
অতি বৃষ্টিপাতের কারণে গত ১৯ আগষ্ট ২০২৪ হতে খাগড়াছড়ির সদর, পানছড়ি, দিঘীনালা ও মাটিরাঙ্গা এবং রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় তীব্র বন্যার সৃষ্টি হয়। এর ফলে উক্ত এলাকার বাসিন্দাগণের বাড়ি-ঘর বন্যার পানিতে তলিয়ে যায় ও হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ফলে সুপেয় পানি, খাবার, শুকনো কাপড়-চোপড়ের সংকটসহ ব্যাপক মানবিক বিপর্যয় ঘটে। এতে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে “সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি” তাগিদ বোধ করে। তারই প্রেক্ষিতে আমরা অনলাইন এবং অফলাইনে “ফান্ড সংগ্রহ” কার্যক্রম শুরু করি। আমাদের এই ফান্ড সংগ্রহ কার্যক্রমে দেশে-বিদেশে অবস্থানররত বিভিন্ন সরকারি-বেসরকারি পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও উদ্যোক্তাগণ ব্যাপক সাড়া প্রদান করেন। সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে পানছড়ি উপজেলার দুধুকছড়া, মধুমঙ্গল পাড়া, চন্দ্র কার্বারি পাড়া, কিনাচান কার্বারি পাড়া, লতিবান, শান্তিপুর, নালকাটা, পাগুজ্যছড়ি; মাটিরাঙ্গা উপজেলার গোমতি এলাকা; খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ খবং পুজ্য, বটতলী এবং বাঘাইছড়ি উপজেলার মাচালং, তালকুম্ম পাড়া,সাজেক এলাকায় বন্যা দুর্গত পরিবারগুলোকে চাউল, তেল, আলুসহ শুকনো খাবার, পিনোন-গামছা ও রুপকারি ইউনিয়নে এক অসহায় বৃদ্ধাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
গত ২০ আগষ্ট ২০২৪ থেকে ২৬ আগষ্ট ২০২৪ তারিখ পর্যন্ত সর্বমোট ১,৯৪,৬৮৮ (এক লক্ষ চুরানব্বই হাজার ছয়শত আটাশি টাকা) টাকা উত্তোলিত হয়। এর মধ্যে ত্রাণ বাবদ খরচ হয়েছে ১,২৪,৭১৬ (এক লক্ষ চব্বিশ হাজার সাতশত ষোল টাকা) টাকা । বর্তমানে ফান্ডে স্থিতি রয়েছে ৬৯,৯৭২ (ঊনসত্তর হাজার নয়শত বাহাত্তর টাকা) টাকা । উদ্বৃত্ত টাকা বন্যা পরবর্তী অসহায় মানুষের সহযোগিতায় ব্যয় করা হবে (ফেইসবুক পেইজে নিয়মিত আপডেট দেওয়া হবে)।
আমরা সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে বন্যার্তদের সহায়তার জন্য সৃষ্ট ফান্ডে অনুদান প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ত্রাণ বিতরণে অক্লান্ত শ্রম দেওয়া ভলান্টিয়ার টিমকে ধন্যবাদ জানাচ্ছি।
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি ২৬ আগষ্ট ২০২৪ হতে ফান্ড সংগ্রহ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছে। ফান্ডে টাকা না পাঠানোর জন্য সকলের প্রতি অনুরোধ রইল।
স্বাক্ষরিত/

রিপন জ্যোতি চাকমা
তুল তুল চাকমা
রনেল চাকমা কোলো
অজেল ত্রিপুরা
সুকিরণ চাকমা
বসন্ত চাকমা
তারিখ: ২৬/০৮/২০২৪








No comments:

Post a Comment

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News